ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া কোরআন শরিফ বিতরণ
Published : Saturday, 26 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সিদলাই দঃ পাড়া জামে মসজিদে গতকাল শুক্রবার ২৫ জুলাই  দুনিয়া ও আখেরাত সংগঠনের প্রতিষ্ঠাতার পক্ষে  জুম্মার নামাজ শেষ কোরআন মজিদ বিতরণ করেন।
সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষ সিদলাই দঃ পাড়া মসজিদে দুনিয়া ও আখেরাত সংগঠনের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের পক্ষে তার নিজস্ব অর্থায়নে মুসল্লিদের মাঝে প্রায় শতাধিক কোরআন শরিফ  বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহেরসহ দুনিয়া আখেরাত সংগঠনের সদস্য ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত অতিথিরা বলেন কোরআন মজিদ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা একটি ভাল কাজ। সকলকে প্রতিদিন অন্তত একবার হলেও বাংলা অর্থসহ কোরআন মজিদ পড়লে দুনিয়া ও আখেরাতের পথে সুগম হবে।