ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার ৩
Published : Saturday, 26 June, 2021 at 12:00 AM
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ২৪ জুন দুপুরে অভিযান চালিয়ে শিদলাই গ্রাম থেকে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এস আই জীবন কৃষ্ণ মজুমদার সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই নোয়াপাড়া থেকে মোঃ সাইফুল ইসলাম (২৯) কে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। সে ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে ব্রাহ্মণপাড়া থানায় মামলা হয়েছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা স্বীকার করে। অপর দিকে এস আই মনিরুল ইসলাম চৌধুরী সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার দঃ শশীদল গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মোঃ আবুল হাসেমকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। একই দিনে কুমিল্লা র‍্যাব (১১) এর এস আই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শশীদল ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সহ জসিম উদদীন(৫০) নামে ১ জনকে গ্রেফতার করে। সে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তার কাছে থাকা আটককৃত মালামালের মধ্যে নিহা হারবাল মেহেদী ২১৬৯ পিস,ডায়না সাবান ৬৫টি,জু সাবান ৪৫ টি,ভিবেল সাবান ১৩২ টি,৭কেজি জিরা,২১৬ বোতল রেছ সিরাপ,৮০ প্যাক আতশবাজি ও ১টি মোবাইল।এই ব্যাপারে র‍্যাব(১১) ডি এ ডি জে সিও মোহাম্মদ আলী হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করে।