ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক
Published : Saturday, 26 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় ১৬ কেজি গাঁজা সহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (২৫ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলো- দিনাজপুর জেলার কোতয়ালী থানার খোশালপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. নাহিদ হাসান নাসিম, আব্দুল সাত্তার এর ছেলে মো. মানিক হাসান, একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে মো. মানিক হাসান, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে মো. লিটন।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে জানতি পারি কুমিল্লার ভারতীয় সীমান্ত থেকে ৪জন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এমন তথ্যের ভিত্তিত্বে এএসআই কাজী ইকবালকে সাথে নিয়ে আমরা সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি সার্কেল) জুয়েল রানা ও চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এর নির্দেশে মহাসড়কের চান্দিনা উপজেলা গেইটে অবস্থান নেই।
এদিকে, ঢাকাগামী সরাসরি পরিবহন না থাকায় ওই মাদক কারবারিরা বিভিন্ন যানবাহন বদল করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। যখন তারা উপজেলা গেইট এলাকায় একটি মারুতি থেকে নামে তখনই তাদেরকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ৪টি ব্যাগে ১৬কেজি গাঁজা উদ্ধার করি।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।