ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে পুলিশের অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দ
Published : Monday, 28 June, 2021 at 12:00 AM, Update: 28.06.2021 1:30:20 AM
মুরাদনগরে পুলিশের অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দমুরাদনগর সংবাদদাতা:কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় ৩টি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাচর বিল থেকে মেশিন তিনটি জব্দ করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনের মালিক ও শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারচর গ্রামের মোবারক হোসেন ওই বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রায় ৩ বছর ধরে মাটি উত্তোলন করে আসছিল।
অভিযান পরিচালনা করা কালিন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যান্ত ক্ষতিকর, যার জন্য মুরাদনগর থানায় আজ প্রথমবারের মতো অভিযান শুরু করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় মুরাদনগর থানা এলাকার কামারচন বিলে অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় তিনি নিজেও ড্রেজারের বিরুদ্ধে অনেক সোচ্চার, তিনিও আমাদের ড্রেজারের বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন। এসময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, এসআই সমীর ভট্টাচার্য্যসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।