ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে নতুন ৮ জনের করোনা শনাক্ত
মোঃ জামাল হোসেন
Published : Monday, 28 June, 2021 at 1:25 PM
শাহরাস্তিতে নতুন ৮ জনের করোনা শনাক্তশাহরাস্তিতে নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ৪২০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

রোববার ২৭ জুন রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওইদিন চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব হতে ২০টি নমুনার ফলাফল আসে। ফলাফলে নতুন করে ৮ জনের রিপোর্ট পজেটিভ ও ১২ জনের নেগেটিভ আসে। রিপোর্ট অনুপাতে আক্রান্তের হার শতকরা ৪০ জন। আক্রান্তদের মধ্যে ৫ বছরের ১ শিশু ও ৬০ বছরের বৃদ্ধ রয়েছেন।

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন কঠোরভাবে মেনে চলার বিকল্প নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন। তিনি আরও জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত ২ হাজার ১ শ’ ৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ৪২০ জনের করোনা পজেটিভ ও ১ হাজার ৭ শ’ ৪৪ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৯ জন মারা গেছেন।