সরকার সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা দিলেও কুমিল্লার দেবিদ্বারে তা মানছেন না কেউ। এসব বন্ধেরও উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। এলাকাবাসী বলেছেন, স্থানীয় প্রশাসনের নজরদারীর অভাবে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান এখনও চলছে বেপরোয়া গতিতে। এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। প্রাণহানিসহ পঙ্গুত্ব বর করতে হয়েছে অনেকের।
রবিবার (২৭জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়ক, নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বর, এসএ সরকারি কলেজ রোড, চান্দিনা রোডসহ সদরের ছোটবড় গলির মোড়ে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। শুধু সদর উপজেলাই নয়, কোম্পানীগঞ্জ, বড় আলমপুর, পান্নারপুল, রসুলপুর, খলিলপুর, বারেরা, ভিরাল্লা, পোনরা, ধামতিসহ বিভিন্ন গ্রামের রাস্তাগুলোতেও দেখা গেছে একই চিত্র। ওইসব এলাকার মানুষজন ব্যাটারিচালিত অটোরিকশা, টমটম, ভ্যানে করে ছুটে চলছে মাইলের পর মাইল। এসব বন্ধে নেওয়া হচ্ছে না তেমন কোন কার্যকরি ব্যবস্থা।
ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘনায় আহত মাশিকাড়া এলাকার কামাল হোসেন বলেন, তিনিসহ তিনজন ব্যাটারি চালিত অটোরিকশা করে বাজারে যাচ্ছিলেন। চালক তীব্রগতিতে চালাচ্ছিলো। ব্রেক কাজ না করায় তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ ঘটনায় শিশুসহ গাড়ির তিনজনই গুরুতর আহত হন।
পৌরসভা এলাকার পথচারী, গোলাম কিবরিয়া, আশিকুর রহমান, মিজানুর রহমানের সাথে আলাপকালে তারা এ প্রতিবেদককে বলেন, পৌরসভার নিউমার্কেট, উপজেলা সড়ক, শান্তিরোডে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। এ সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করায় হাটাচলা করাও মুশকিল। এছাড়াও ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর চালকরা নিজেদের ইচ্ছেমত যেখান সেখানে ইউর্টান নেওয়ায় জ্যামের দুর্ভোগে পড়তে নগরবাসীকে। তারা আরও বলেন, ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা কুমিল্লা সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে নিজেদের অটোস্ট্যান্ড বানিয়ে নিয়েছে। এতে ওই সড়কেও ঘন্টার পর ঘন্টার মানুষ বসে থাকতে হয়।
মফিজউদ্দিন স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সায়মা নুশরাত, আয়শা আক্তার বলেন, ব্যাটারি চালিত অটোরিকশায় উচ্চ শব্দ ক্ষমতা সম্পন্ন হর্ন বাজানোর ফলে রাস্তায় চলতে গিয়ে চরম অস্বস্থিবোধ করতে হয়। এগুলো বন্ধ করে দিলে সড়কে যানজট যেমন কমবে তেমনি উচ্চ শব্দ ক্ষমতা সম্পন্ন হর্ন বাজানোও কমে আসবে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান বন্ধে সরকারিভাবে এখনও কোন নির্দেশনা পায়নি। বন্ধের নির্দেশনা পেলে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান বন্ধ করে দেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান বন্ধের সরকারিভাবে এখনও কোন চিঠি পাইনি। পেলে সদর এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হবে।