আগামী অক্টোবর-নভেম্বরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যে ভারতে হচ্ছে না- এ ব্যাপারে অনানুষ্ঠানিক খবর একটা ছিলই। অবশেষে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) জানিয়ে দিলো, সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন শুধু আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার অপেক্ষায় তারা।
ভারতীয় ক্রিকেট বোর্ড সাধারণ সম্পাদক জয় শাহ বলেছেন, ভারতে করোনার প্রকোপ থাকায় তারা নীতিগতভাবে সেটি সরিয়ে নিতে রাজি হয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিচ্ছি। এখন আইসিসিকে বিষয়টি আজকেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’
সূচি নিয়ে তিনি বলেছেন, ‘সূচির বিষয়টি পরে নির্ধারিত হবে। এখনও পুরোপুরি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করিনি। তবে আপনাদের শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’
আইসিসি সর্বশেষ সভাতেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে বলেছিল যে, টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ২৮ জুনের মধ্যে। এই ডেড লাইনেই সোমবার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিসিআই। তারা মনে করছে, ভারতের করোনা পরিস্থিতি টুর্নামেন্ট আযোজনের জন্য মোটেও আদর্শ নয়। তবে তারা জানিয়েছে, এর স্বত্ব থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেই।