Published : Friday, 2 July, 2021 at 12:00 AM, Update: 01.07.2021 11:51:45 PM
জহির শান্ত ।।
মাত্র
তিনদিনের ব্যবধানে আবারো সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে
কুমিল্লায়। গত ২৪ ঘন্টায় জেলায় ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত
২৮ জুন এ জেলায় একদিনে সর্বোচ্চ ১৭৫ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য দেয়
জেলা সিভিল সার্জন কার্যালয়। সংক্রমণ হার ৩২ শতাংশের বেশি।এছাড়াও গত ২৪
ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। মারা যাওয়া
ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারী। তাদের বাড়ি যথাক্রমে
কুমিল্লা সিটি কর্পোরেশন, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, বরুড়া ও নাঙ্গলকোট
উপজেলায়।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৪৯২জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৮২ জন।
জেলা
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, আমাদের পর্যবেক্ষণে জেলার করোনা
পরিস্থিতির অবনতিই ধরা পরছে। জেলা স্বাস্থ্যবিভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে
ধাক্কা সামলানোর। হাসপাতালগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়ছে।
এক সপ্তাহের লকডাউন যদি নিশ্চিত করা যায় অবস্থার উন্নতি হবে।
জেলা
স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ৫৮৩ জনের নমুনা
পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৮৭ জন পজেটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া
বিভিন্ন উপজেলা থেকেও নতুন আক্রান্তের সংখ্যার তথ্যও প্রকাশ করা হয়। গত ২৪
ঘন্টায় ৫০ জন সুস্থ হওয়া তথ্যও জানিয়েছে তারা। পরিসংখ্যানে দেখা গেছে,
জেলায় মোট শনাক্ত ১৪ হাজার ৪৯২ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৮ শ জন।
অর্থাৎ জেলায় এখনো করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬৯২ জন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে আরো জানা গেছে, আক্রান্ত, মৃত্যু, হাসপাতালে
ভর্তি দ্বিগুণ হারেই বাড়ছে। এ হারে বাড়তে থাকলে চিকিৎসা ব্যবস্থার উপর অনেক
চাপ পরবে। যে কারনে আগে থেকেই একটি শক্ত এবং গুছানো চিকিৎসা ব্যবস্থার
প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
অপরদিকে কুমিল্লা জেলায় করোনা পরিস্থিতির
অবনতি নিয়ন্ত্রণে আনতে চলমান লকডাউন বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা আহ্বান
করেছেন কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা আ ক ম বাহাউদ্দিন
বাহার এমপি। এছাড়া জেলা করোনা কমিটির উপদেষ্টা জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসান জানান, লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানেই থাকবে প্রশাসন ও
আইনশৃঙ্খলাবাহিনী।