পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও
Published : Saturday, 3 July, 2021 at 12:00 AM
হারলেই সিরিজ খোয়াবে, এই অবস্থার সামনে দাঁড়িয়ে গ্রেনাডার চতুর্থ টি-টোয়েন্টিতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। না, কোনও বিপদ হয়নি। দণি আফ্রিকাকে ২১ রানে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে ক্যারিবিয়ানরা। যেখানে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কাইরন পোলার্ড, আর বোলিংয়ে আলো ছড়িয়েছেন ডোয়াইন ব্রাভো।
চতুর্থ টি-টোয়েন্টিতে পোলার্ডের হার না মানা ৫১ রানে ভর দিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে। ২৫ বলের ইনিংসে পোলার্ড মেরেছেন ৫ ছক্কা, সঙ্গে আছে ২ বাউন্ডারি। পোলার্ডের ওই ইনিংসটাতেই মূলত হেরেছে প্রোটিয়ারা। সঙ্গে অবশ্যই ব্রাভোর অসাধারণ বোলিংয়ের ভূমিকা আছে। এই পেসার ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলে ৯ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি দণি আফ্রিকা। ফলে পাঁচ ম্যাচের সিরিজের অবস্থা দাঁড়ায় ২-২।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। লেন্ডল সিমন্স ৩৪ বলে ৪৭ রান করলেও ব্যর্থ হয়েছেন এভিন লুইস (৭), ক্রিস গেইল (৫) ও শিমরন হেটমায়ার (৭)। আন্দ্রে রাসেল করেন মাত্র ৯ রান। তাদের ব্যর্থতার দিনে গর্জে উঠেছিল অধিনায়ক পোলার্ডের ব্যাট।
তার ঝড়ের পর বল হাতে তা-ব চালান ব্রাভো। এই পেসারের সঙ্গে রাসেলের (২/৩০) বোলিংয়ের সামনে এক কুইন্টন ডি কক ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। ডি কক ৪৩ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৬০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে রাসি ফন ডের ডুসেনের ব্যাট থেকে।