ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতি সেনা পাঠানোর আহ্বান হাইতির
Published : Saturday, 10 July, 2021 at 7:46 PM
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতি সেনা পাঠানোর আহ্বান হাইতিরহাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি খুন হবার পর দেশের প্রধান অবকাঠামোগুলোকে সুরক্ষা দিতে বিদেশি সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। বিশেষ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতি এমন অনুরোধ জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্র অবশ্য জানিয়েছে, হাইতিতে সামরিক সহায়তা পাঠানোর কোনও পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই। তবে সেনা না পাঠালেও এফবিআই ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কিছু কর্মকর্তাকে পাঠানো হবে, যাতে তারা তদন্তে সহায়তা করতে পারে।

এর আগে হাইতির পুলিশ জানিয়েছিল, ২৮ জন বিদেশি ভাড়াটে সেনার একটি দল বুধবার প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করে। রাজধানী পোর্ট অব প্রিন্সে বন্দুকযুদ্ধের পর হামলাকারীদের ১৭ জনকে আটক করা হয়।

তিন সন্দেহভাজনকে হত্যা করেছে পুলিশ। অন্য আরও আট জনকে খোঁজা হচ্ছে। আক্রমণকারীদের মধ্যে কয়েকজন অবসরপ্রাপ্ত কলম্বিয়ান সেনা রয়েছে।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের ভিডিও হাইতির মিডিয়ায় দেখানো হয়েছে। সেখানে ওই ব্যক্তিদের দেহে ক্ষতচিহ্ন ও রক্তের দাগ দেখা যায়। বিদ্যমান পরিস্থিতিতে সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় সরকার এরই মধ্যে দুই সপ্তাহের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সূত্র: বিবিসি।