কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত ৪ জুলাই থেকে শুরু করে ৯ জুলাই পর্যন্ত অর্ধশতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। যা কিনা পূর্বের করোনা ভাইরাসের চেয়েও অনেক ভয়াবহ অবস্থা। করোনার প্রথম ঢেউ শেষ হতে না হতেই দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ব্রাহ্মণপাড়ায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। করোনা আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। অকারনে ঘর থেকে বের হওয়া, মুখে মাস্ক না লাগানো, সামাজিক দুরত্ব বজায় না রাখাসহ এসব কারনে করোনা বৃদ্ধি পেয়েছে বলে মনে করে সচেতন মহল। গত এক সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ব্রাহ্মণপাড়ায়। উপজেলার দীর্ঘভূমি, বেজুরা, সবুজপাড়া, চান্দলা, সাহেবাবাদসহ অন্যান্য এলাকায় এই করোনা আক্রান্তের সংখ্যা বেশি। শনাক্তের হার প্রায় ৭.১৫ %. যা কিনা পূর্বের তুলনায় অনেক বেশি।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন জনসচেতনতার প্রতি অধিক গুরুত্বারোপ করে বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরে আরও বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। অবশ্যই মাস্ক পরিধানকে বাধ্যতামূলক করতে হবে। করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সামাজিক সংগঠন এবং সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। অবশ্যই সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলা এসময় অত্যন্ত জরুরি। তা না হলে সামনে কঠিন সময় পার করতে হবে বলেও তিনি জানান।