ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজধানীতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যের
Published : Sunday, 11 July, 2021 at 1:28 PM
রাজধানীতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যেররাতে সড়কে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম এম এ লতিফুর রহমান (৩০)।  তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী থানায়। তারা বাবার নাম আব্দুর রহমান। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী নাজমা ও এক সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

দ্রুতগামীর গাড়ি লতিফুরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় লতিফুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, রাতে দ্রুতগামী অজ্ঞাত কোনো গাড়ি লতিফুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউ মার্কেট ও শাহবাগ থানার পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।