বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন শ’ ছুই ছুই করছে। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে আরও ৮ রোগীর। এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সর্বশেষ করোনা শনাক্তের হার ৬২.২৩ শতাংশ।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত শনিবার মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৮৪ জন রোগী। বিগত গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে ৫১ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিগত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন করোনা ওয়ার্ডের ইতিহাসে সর্বাধিক ২৯৮ জন রোগী। যার মধ্যে ৬৮ জনের করোনা পজিটিভ। করোনা ওয়ার্ডে শয্যা রয়েছে ৩০০টি।
গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত মোট ৮২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২৯ জনের করোনা ছিল পজিটিভ।
এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শনিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। শনাক্তের হার ৬২.২৩ ভাগ। এর আগের দিন পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৬৫.৮২ ভাগ। গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে করোনা শনাক্ত হয়েছিলো রেকর্ড ৭৩.৯৩ ভাগ।
হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।