নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় পাঁচ রোহিঙ্গা ও দুই দালালকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। রবিবার (১১ জুলাই) সকালে তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়। এর আগে শনিবার (১০ জুলাই) রাতে ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ভাসানচরের ৬৩ নম্বর ক্লাস্টারের বাসিন্দা মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্লাহ (৩১), ৫৬ নম্বর ক্লাস্টারের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ৪৭ নম্বর ক্লাস্টারের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮), ২৫ নম্বর ক্লাস্টারের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ২৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮), তাদের বহনকারী নৌকার মাঝি সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলাউদ্দিন (২৮)।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে কোস্টগার্ডের ভাসানচর স্টেশনের কর্মকর্তা রাশেদুল ইসলাম বাদী হয়ে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬-এর ১৪ ধারায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।