সৌদি আরবে আগামী ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ না দেখা যাওয়ায় ১০ জুলাই ছিল দেশটিতে জিলকদ মাসের শেষ দিন। সে হিসেবে ১১ জুলাই জিলহজ মাস শুরু হয়েছে। এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়ে থাকে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উৎসব পালিত হয়। তবে এটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
রবিবার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে ঢাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভা শেষে জানানো হয়, দেশে ১৪৪২ হিজরির জিলহজ মাসের চাঁদ গিয়েছে। অর্থাৎ, বাংলাদেশে আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।