কুমিল্লার দেবিদ্বার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম মো. জামাল ভূঁইয়া (৫৫)। তিনি সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে। শনিবার রাতে অভিযান চালিয়ে ওয়াহেদপুর গ্রাম থেকে ইয়াবা বিক্রিকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা পুলিশ সুপার জেলাকে মাদকমুক্ত করার জন্য মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় উপজেলায় বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের দিক নির্দেশনায় এসআই মো. বাতেন, এএসআই মো. আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার ওয়াহেদ গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করেন। পরে জনসম্মুখে তাঁর দেহ তল্লাসি করে তার পকেট থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অফিসার ইনর্চাজ মো. আরিফুর রহমান বলেন, দেবিদ্বারে মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। ওয়াহেদপুর গ্রাম থেকে গোপন সংবাদ পেয়ে মাদক ক্রয়-বিক্রয়কালে ৫৩ পিস ইয়াবাসহ ব্যবসায়ী জামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে দেবিদ্বার থানায় মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।