ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পানিতে নিখোঁজের একদিন পর ২ যুবকের মরদেহ উদ্ধার
Published : Sunday, 11 July, 2021 at 8:09 PM
পানিতে নিখোঁজের একদিন পর ২ যুবকের মরদেহ উদ্ধারময়মনসিংহে পানিতে নিখোঁজের একদিন পর দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ জুলাই) দুপুরে গৌরীপুরের সিধলা ইউনিয়নের বলা বিল থেকে ও সকাল ১০টার দিকে গফরগাঁওয়ের শিবগঞ্জ বাজার এলাকার চৌরাস্তা সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গৌরীপুরের সিধলা ইউনিয়নের গোয়ালাকান্দা গ্রামের আলী হোসেনের ছেলে এমদাদ মিয়া (২২)। তিনি বিল থেকে কলমিশাক তুলে বাজারে বিক্রি করতেন। অপরজন গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের শেখের কান্দা গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৪০)। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (১০ জুলাই) বিকেলে এমদাদ মিয়া বলা বিলে কলমিশাক তুলতে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে রোববার সকালে স্থানীয় ও পরিবারের সদস্যরা নৌকা নিয়ে বলা বিলে তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বিলের পানিতে এমদাদের মরদেহ ভাসতে দেখেন তারা।

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, সাতার না জানায় এমদাদ পানিতে ডুবে মারা গেছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে শনিবার বিকেলে জামালউদ্দিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এরপর রোববার সকাল ১০টার দিকে শিবগঞ্জ চৌরাস্তা সংলগ্ন সুরুজ সরকারের রাইসমিলের পেছনের পুকুরপাড়ে তার জুতা ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সেই পুকুরে খোঁজাখুঁজি করে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, জামালউদ্দিন মৃগি রোগী ছিলেন। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।