ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অলিম্পিকে নতুন ইতিহাস হাঙ্গেরির সিলাগির
Published : Sunday, 25 July, 2021 at 12:03 PM
অলিম্পিকে নতুন ইতিহাস হাঙ্গেরির সিলাগিরলন্ডন ও রিও অলিম্পিকে স্বর্ণ জিতে ইতিহাস গড়ার হাতছানি দিয়ে রেখেছিলেন হাঙ্গেরির ফেন্সার অ্যারন সিলাগি। এবার টোকিও অলিম্পিকেও স্বর্ণপদক জিতে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করলেন হাঙ্গেরির এই তারকা।

টোকিও অলিম্পিকের প্রথম দিন ইতালির লুইজি সামেলকে ১৫-৭ ব্যবধানে হারিয়ে ফেন্সিংয়ে স্বর্ণপদক জিতেছেন সিলাগি। যার সুবাদে বিশ্বের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ফেন্সিংয়ের কোনো এক ইভেন্টে তিনবার প্রথম হওয়ার রেকর্ড গড়লেন তিনি।

শনিবারের ফাইনালে লুইজি সামেলোকে হারানোর আগে সেমিফাইনালে ইরানের মোজতবা আবেদিনকেও ১৫-৭ ব্যবধানে হারিয়েছেন সিলাগি।

ইতিহাস গড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সিলাগি বলেছেন, ‘তৃতীয় স্বর্ণপদক গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জেতার পর আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। এটা অনেকটা স্বপ্নের মতো।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আসলে কী অর্জন করেছি তা বুঝতে হয়তো কয়েক সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে। এটা অর্জন করা খুবই কঠিন। নিজের ফেন্সিং নিয়ে আমি আজ গর্বিত।’

সিলাগির ইতিহাস গড়ার দিন ফেন্সিংয়ের সিলভার জিতেছেন ইতালি সামেলো আর জর্জিয়ার সান্দ্রো বাজাদেকে ১৫-১১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জুংহুয়ান।