রাজধানীর রামপুরার একটি বাসার দরজা ভেঙে আল মামুন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি কনসালটেন্টি ফার্মে চাকরি করতেন।
রবিবার (২৫ জুলাই) সকালে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হক জিহান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব রামপুরার ২৬৯/১ নম্বর বাসা থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বাসার সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ছিল।
শনিবার (২৪ জুলাই) রাতের কোনও একসময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
বাসার মালিকের বরাত দিয়ে এসআই কামরুল হক জিহান বলেন, মামুন তার কয়েকজন বন্ধুসহ ওই বাসায় ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে গেলে তিনি একাই বাসায় থেকে যান। রাতে একাধিকবার ডাকাডাকি করেও কোনও সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজন ডেকে পুলিশে খবর দেন বাড়ির মালিক। পরে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
পরে রাত পৌনে ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, নিহত মামুন সাতক্ষীরা কলারোয়া থানার গোয়ালপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।