পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং শুক্রবার বন্ধ করে দিয়েছে তালেবান। ইসলামাবাদ আফগান নাগরিকদের ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা অনুমোদনের আগ পর্যন্ত এই ক্রসিং বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও অন্য বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার প্রেক্ষাপটে আফগানিস্তানে তালেবানের দ্রুত উত্থান ঘটছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে দক্ষিণ পূর্বের চমন-স্পিন বোলদাক সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গোষ্ঠীটি। প্রাথমিকভাবে পাকিস্তান তাদের দিকের ক্রসিং বন্ধ রাখে। স্থলবেষ্টিত আফগানিস্তানের দ্বিতীয় ব্যস্ততম এই ক্রসিংটি গত সপ্তাহে আবারও খুলে দেয় ইসলামাবাদ।
তবে তালেবান চমন-স্পিন বোলদাকের নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের সীমান্ত কর্মকর্তারা ভিসার বাধ্যবাধ্যকতা জোরালো করে। অথচ এর আগে তা খুব জোর দিয়ে দেখা হতো না।
শুক্রবার তালেবানের এক বিবৃতিতে পাকিস্তানকে আফগান নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাধ্যবাধকতা বাতিলের আহ্বান জানিয়েছে। কান্দাহার প্রদেশের তালেবান ছায়া গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, ক্রসিংটি দিয়ে সব ধরনের যোগাযোগ, ট্রানজিট, বাণিজ্য বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত না পাকিস্তানি পক্ষ আফগান নাগরিকদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা অনুমোদন করবে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। আর সে কারণেই শুক্রবার থেকে ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে।