ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টি-টোয়েন্টিতে অভিষেকে ‘প্রথম হ্যাটট্রিক’ এলিসের
Published : Friday, 6 August, 2021 at 9:40 PM
টি-টোয়েন্টিতে অভিষেকে ‘প্রথম হ্যাটট্রিক’ এলিসেরটি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অভিষেকে হ্যাটট্রিক দেখলো ক্রিকেট বিশ্ব। এর আগে ১৬ বার হ্যাটট্রিক হলেও এবারই প্রথমবার অভিষিক্ত কোন বোলার এই কীর্তি গড়লেন। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এই রেকর্ড গড়েন।

মিচেল স্টার্কের বদলে শুক্রবার অস্ট্রেলিয়ার ৯৮তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ হয় এলিসের। প্রথম সুযোগটা দুর্দান্ত ভাবেই না কাজে লাগিয়েছেন এই পেসার। প্রথম তিন ওভারে ২৯ রান খরচায় উইকেট শূন্য থাকলেও শেষ ওভারে নিজের কারিশমা দেখান। ৫ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট, তাও আবার হ্যাটট্রিক। মাহমুদউল্লাহকে দিয়ে শুরু, এরপর মোস্তাফিজ ও মেহেদীকে দিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। 

চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করার পরের বলে সুইং বুঝতে না পেরে বোল্ড হন বাংলাদেশের অধিনায়ক। এরপর মিডউইকেটে মার্শকে ক্যাচ দিয়ে বিদায় নেন মোস্তাফিজ। ইনিংসের শেষ বলে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো অ্যাগারকে ক্যাচ দিয়ে এলিসের হ্যাটট্রিকের সুযোগ করে দেন মেহেদী।

অভিষেকে প্রথম হ্যাটট্রিক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে এর আগে হ্যাটট্রিক হয়েছে ১৬টি। যার মধ্যে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার দুটি। বাংলাদেশের বিপক্ষে মোট তিনবার প্রতিপক্ষের বোলাররা হ্যাটট্রিক গড়েছে। আজকের ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ব্রেট লি এই কীর্তি গড়েছিলেন। ২০০৭ সালে কেপটাউনে সাকিব, মাশরাফি ও কাপালিকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন ব্রেট লি। ২০১৯ সালে নাগপুরে ভারতের স্পিনার দ্বীপক চাহার শরিফুল, মোস্তাফিজ ও আমিনুলকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন।