ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় অসহায়দের মাঝে খাদ্য সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
রণবী ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া শোকের মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
শুক্রবার (৬ আগস্ট) সকালে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কুমিল্লা এরিয়া অফিসের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাকিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান, সহকারী উপ-পরিদর্শক মোস্তফা কামাল, চান্দিনা পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কুমিল্লা এরিয়া ম্যানেজার মো. নূরে আলমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার গৌরীপুর শাখার ম্যানেজার মো. সফর আলী, চান্দিনা শাখার ম্যানেজার মো. সোহেল তালুকদার, হিসাব রক্ষক মো. ফুয়াদ হোসেন, ঋণ কর্মকর্তা মো. জহিরুল, মো. রিয়াজ মাহামুদ প্রমুখ।