হ্যালো ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রি নিবন্ধন
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেবিদ্বারে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে ফ্রি করোনা টিকা নিবন্ধন সেবা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ফতেহাবাদ ইউনিয়নের মোকাম বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হ্যালো ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রি নিবন্ধন কর্মসূচি শুরু করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন হ্যালো ছাত্রলীগের কর্ণধার এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরকার, সদস্য মো. সাদ্দাম হোসেন রাজু, মো. আরিফুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা নাঈম রহমান, মাসুদ।
আবু কাউছার অনিক বলেন, করোনার এই দুর্দিনে করোনার শুরু থেকে হ্যালো ছাত্রলীগ করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা প্রদান, বিনামূল্যে ওষুধ সরবরাহ, মাস্ক বিতরণ, বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেয়া, কৃষকের ধান কেটে দেয়াসহ বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফতেহাবাদ ইউনিয়নের করোনা টিকার ফ্রি নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার দিনব্যাপী স্বাস্থ্য বিধি মেনে করোনা টিকা প্রদান করা হবে।