ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়ায় কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে করোনারোধী সুরক্ষা সামগ্রী (পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক) বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) ব্যবস্থাপনায় বরুড়া পৌরসভা হল রুমে ভাবের সভাপতি এড. জয়নাল আবদিন মাজহারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ভাবের সমন্বয়কারী মোঃ মিজানূর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুল আমিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক জিএম ফারুক বাবলু, ওরাই আপনজন সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মোঃ ইলিয়াস আহমদ, কাউন্সিলর মোঃ শাহিনুর হোসেন, কুমিল্লা জেলা ত্বরিক্বত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গাউছিয়া কমিটি মানবিক টিম বরুড়া সদস্য ও ওরাই আপনজন সংগঠনের সহ সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন, তাকওয়া ফাউন্ডেশন এর পক্ষে মাওলানা মোঃ আনিসুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানবিক টিমের পক্ষে মাওলানা ইব্রাহিম খলিল, সনাতন ধর্মের সৎকার মানবিক টিম এর সদস্য মাস্টার প্রাণ কৃষ্ণ,  সাংবাদিক ওমর ফারুক, সুজন মজুমদার, শরীফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান  সঞ্চালনা করেন নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান।
সংগঠনের পক্ষ থেকে বরুড়ায় করোনায় আক্রান্ত  মৃত ব্যক্তিদের দাফনের কাজে নিয়োজিত উপজেলার চারটি টিমকে ১৫০টি পিপিই সামাজিক সংগঠনের মধ্যে সুরক্ষা সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।