চাঁদপুরে প্রাইভেটকার খাদে চালকসহ নিহত ২
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
চাঁদপুরের কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে উপজেলার গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ বাইপাস সড়কের সাচার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহজারুল ইসলাম (৩৪) ও মো. শাকিল হোসেন (৪)। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে লক্ষ্মীপুরগামী একটি প্রাইভেটকার উপজেলার সাচার চেলাকান্দা ব্রিজ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ ও তিনজনকে জীবিত উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত শাকিলের মা সীমা বেগম বলেন, ‘আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লে দুই সন্তানকে নিয়ে ঢাকার রামপুরা থেকে প্রাইভেটকারে রওনা হই। গাড়িটি কচুয়ার সাচার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুটি মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।’