চাঁদপুরে স্বামীর মৃত্যুর খবরে চিকিৎসক-নার্সকে ছুরিকাঘাতের চেষ্টা
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে স্বামী মারা যাওয়ায় ক্ষিপ্ত হয়ে চিকিৎসক ও নার্সকে ছুরিকাঘাতের চেষ্টা করেন স্ত্রী। এ ঘটনায় হাসপাতালের করোনা ইউনিটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে করোনা ইউনিটে এ ঘটনার পর সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
করোনা উপসর্গে মৃত ওই ব্যক্তির হলেন- ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা গ্রামের দেলোয়ার হোসেন। আর তার মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রী কুলসুমা বেগম এমন ঘটনা ঘটান।
হাসপাতাল সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে করোনার উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন। বুধবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে আসেন ওই নারী। পরে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে চিকিৎসকদের মারতে উদ্ধত হন ওই নারী। যদিও এসময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন।
আবদুল্লাল আল মামুন শুভ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই ব্যক্তি মারা যাওয়ার পরেই ওই নারী উগ্র হয়ে উঠেন।’
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘স্বামী মারা যাওয়ায় ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েন। তাই ছুরি নিয়ে তিনি এমন কা- করেন।’