ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকার ৮ সরকারি হাসপাতালেই ফাঁকা নেই আইসিইউ, তিনটিতে অতিরিক্ত রোগী
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
দেশে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ বেড়েই চলছে। মৃত্যুও কমছে না। প্রতিদিনই প্রায় আড়াইশ’র কাছাকাছি মানুষ প্রাণ হারাচ্ছেন। চিকিৎসার আশায় ঢাকায় এসেও সেবা মিলছে না অনেকের। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি।দেশে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ বেড়েই চলছে। মৃত্যুও কমছে না। প্রতিদিনই প্রায় আড়াইশ’র কাছাকাছি মানুষ প্রাণ হারাচ্ছেন। চিকিৎসার আশায় ঢাকায় এসেও সেবা মিলছে না অনেকের। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি।
দেশে সবশেষ চারদিনে করোনাতে আক্রান্ত হয়ে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত ২৪৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে মৃত্যু ২২ হাজার ছাড়িয়ে গেলো।
এদিকে দেশে চলছে ডেলটা ভ্যারিয়েন্টের দাপট। দেশের একাধিক গবেষণায় উঠে এসেছে, বর্তমানে সংক্রমিতদের অধিকাংশই অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এর কারণে তাদের জটিলতাও বেশি এবং হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে বেশি মানুষকে।
তারই প্রতিফলন দেখা যায় স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ৬ আগস্টের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতেও।
অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, রাজধানী ঢাকার সরকারি ৮ হাসপাতালেই করোনা রোগীদের জন্য আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ফাঁকা নেই। সেইসঙ্গে সরকারি তিনটি হাসপাতালে নির্ধারিত শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন।
অধিদফতর জানাচ্ছে, ১৭ হাসপাতালের মধ্যে তিনটি হাসপাতালে সাধারণ শয্যা থাকলেও আইসিইউ নেই। তিন হাসপাতালগুলো হচ্ছে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।
বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ আইসিইউ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, টিবি হাসপাতালের চার বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি।
অন্য হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫ বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুইটি, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুইটি, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ছয়টি আর পঙ্গু হাসপাতালের তিনটি বেডের মধ্যে তিনটি ফাঁকা রয়েছে।
অর্থাৎ, রাজধানী ঢাকার করোনা রোগীদের চিকিৎসা দেওয়া স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ১৭ হাসপাতালের ৩৮৫টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ১৭টি।
অপরদিকে, সরকারি এই হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের নির্ধারিত ১৬৯ বেডের বিপরীতে অতিরিক্ত রোগী ভর্তি আছেন একজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নির্ধারিত ২৭৫ বেডের বিপরীতে অতিরিক্ত ভর্তি আছেন ৭৭ জন আর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬৩ বেডের বিপরীতে অতিরিক্ত রোগী ভর্তি আছেন ৬৭ জন।