ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, চালক নিহত
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শুক্রবার ভোরে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. আব্দুল হাই (২৫)। তিনি পিকআপের চালক ছিলেন। তিনি পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের বাহুবল থানার দোবাই এলাকার আফতাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইসলামপুর আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসর পাশে সিলেটগামী মাছের একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মো. আব্দুল হাই মারা যান। পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হন।
খবর পেয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে পুলিশ লাশসহ পিকআপ ও ট্রাক হেফাজতে নিয়ে যায়। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।