দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করতে চায় বাংলাদেশ। করোনা মহামারির মধ্যে ভারতের এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলছিল দু’দেশের মধ্যে। তবে ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়লে ফ্লাইট বন্ধ করে বাংলাদেশ। পুনরায় ফ্লাইট চালু করতে ভারতের সিভিল অ্যাভিয়েশনে চিঠি দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে বিধিনিষেধ আরোপ করা হয়। সে সময় ভারতসহ বেশ কিছু দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করা হয়। তখন চিকিৎসা, শিক্ষা, জরুরি প্রয়োজনে যারা ভারত গিয়েছিলেন, তাদের স্থল পথে ফিরে আসতে হয়। ভারতের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় পুনরায় ফ্লাইট চালু সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এয়ার বাবল চুক্তি অনুযায়ী ফ্লাইট পরিচালনার জন্য দু’দেশের শর্তের বিষয়ে আলোচনা করা হয়। দু’দেশের সম্মতি সাপেক্ষে ১১ আগস্ট থেকে এয়ার বাবলের আওতায় পুনারায় ফ্লাইট চালু হতে পারে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘ভারতের সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেলকে চিঠি দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তি রয়েছে, সেই চুক্তির মাধ্যমে পুনারায় ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় রয়েছে।’
বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনা করে। অন্যদিকে ভারতের এয়ারইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে। ২০১৯ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ২০২০ সালে প্রায় সাড়ে তিন লাখ ভিসা দেয় ভারত।