টেস্টে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় তিনে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন। তিনি পেছনে ফেলেছেন অনিল কুম্বলেকে। তবে রেকর্ডবইয়ে নাম পিছিয়ে গেলেও ভারতীয় এই ক্রিকেট তারকা মোটেই অখুশি নন। টুইট করে অভিনন্দন জানিয়েছেন জিমিকে।
টেস্টে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন মুত্তিয়া মুরালিথরন। তিনি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়ার্ন নিয়েছেন ৭০৮টি উইকেট। অ্যান্ডারসনের সংগ্রহ ৬২০টি উইকেট। আর অনিল কুম্বলে রয়েছেন চারে। তিনি নিয়েছেন ৬১৯টি উইকেট।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনেই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ৩৯ বছরের অ্যান্ডারসন। টেস্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন তিনি। অ্যান্ডারসন ভারতের প্রথম ইনিংসে চার উইকেট তুলে নেন। সেই সঙ্গেই অনিল কুম্বলেকে টপকে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনে উঠে ইংল্যান্ডের তারকা বোলার।