ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চুয়াডাঙ্গায় আক্রান্ত-উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
Published : Saturday, 7 August, 2021 at 12:38 PM
চুয়াডাঙ্গায় আক্রান্ত-উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে তিন এবং জেলার বাইরে একজন রয়েছেন। এছাড়া উপসর্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হলুদ জোনে তিনজনের মৃত্যু হয়েছে।

এদিন ৫৩ নমুনা ফলাফলের ৯ জন পজিটিভি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫২৪ জনে।
শনিবার (৭ আগস্ট) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্তের ভেতর চুয়াডাঙ্গা সদরে ছয়, আলমডাঙ্গায় এক এবং দামুড়হুদায় তিনজন রয়েছেন।