কুমিল্লার বরুড়া উপজেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। একই দিনে উপজেলার বিভিন্ন গ্রামে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মৃত্যুবরণ করেছেন লগ্নসার গ্রামের আবদুল মতিন (৫০) বরুড়ার ঠিকানায় হাজেরা বেগম ( ৮০) খোকন চন্দ্র মজুমদার (৭০) সালমা আক্তার (২৮) উপসর্গ নিয়ে মারা যায় আড্ডা গ্রামের রতন। ওড্ডা গ্রামের হাফেজা বেগম ও বাগমারা গ্রামের আমেনা বেগম, বরুড়া গ্রামের হাসন আলী।
আমেনা ও হাফেজা বেগম কে গাউছিয়া কমিটি মানবিক টিম ও রতন কে তাকওয়া ফাউন্ডেশন দাফনের ব্যাবস্হা করেন।
একই দিনে বরুড়া উপজেলায় ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এলাকা হলো- বরুড়া ৬ জন, জোড়পুকুরিয়া ৪ জন, ৩ জন করে আক্রান্ত হয়েছেন, আদ্রা, পুরানকাদবা, আড্ডা, আগানগর, , পয়ালগাছা, ২ জন করে আক্রান্ত হয়েছেন, মহিদপুর, জয়কামতা,ভংগুয়া, দলিয়ামুড়ি, নলুয়া। ১ জন করে আক্রান্ত হয়েছেন, পরানপুর, পোম্বাইশ,
সিয়াল ধাইর, কাঞ্চনপুর, , ধ্বনিশ্বর, নরিন্দ্রপুর, লক্ষীপুর, রাজাপুর, ফলকামুড়ি, অশ্বদিয়া,এগারগ্রাম, কামেড্ডা, ফেনুয়া, চৌওরী, নাগিরপাড়, মন্দুক, শাকপুর, পিলগিরি,ওরাইন, সুরিচৌ, দিঘলগাও, মির্জানগর, ইলাশপুর,ভাউকসার, ও বিজরা।
করোনার রোগী সেবায় বরুড়ার সকল সামাজিক সংগঠন গুলো জীবনবাজি রেখে অক্সিজেন সেবা সহ সকল সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।