ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মায়ের কাছ থেকে শিশুকে ‘নিয়ে গেল দুই নারী’, মরদেহ মিলল পুকুরে
Published : Saturday, 7 August, 2021 at 7:42 PM, Update: 07.08.2021 7:49:33 PM
মায়ের কাছ থেকে শিশুকে ‘নিয়ে গেল দুই নারী’, মরদেহ মিলল পুকুরেময়মনসিংহের তারাকান্দায় গভীর রাতে সাইম নামে ২২ মাস বয়সী এক শিশুকে ‘মায়ের কাছ থেকে সাদা কাপড় পরিহিত দুই নারী নিয়ে যাওয়ার পর’ তার মরদেহ পার্শ্ববর্তী পুকুরে ভেসে উঠেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বর্ণনায় ‘অসংলগ্নতা’ পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা সাবিকুন্নাহারকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়ায় বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। এর আগে শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ‘সাদা কাপড় পরিহিত দুই নারী’ শিশুটিকে পানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায় বলে দাবি করেন তার মা।

সাঈম বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়ার হুমায়ুন কবিরের সন্তান। হুমায়ুন ঢাকার একটি কারখানায় কাজ করেন।

এ বিষয়ে বিসকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সাত্তার মিয়া বলেন, ‘পরিবারের ভাষ্যমতে, রাত ৩টার দিকে সাদা কাপড় পরে দুই নারী ঘরের দরজা ধাক্কাধাক্কি করে খুলতে বলেন। তখন সাবিকুন্নাহার ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন। দরজা খোলার পর ওই দুই নারী সাঈমকে পানি খাওয়ানোর কথা বলে তাদের কোলে নেন।’

‘সাবিকুন্নাহার তখন বাড়ির অন্য কাউকে ডাক না দিয়েই শিশুটিকে ওই দুই নারীর হাতে তুলে দেন এবং এরপর জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর বাচ্চা খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে সাঈমকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তখন তাকে খুঁজে পাওয়া যায়নি।’

সাত্তার মিয়া বলেন, ‘রাত পেরিয়ে সকাল হলে বাড়ির পাশের পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু তারপরও শিশুটির সন্ধান মেলেনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা সাবিকুন্নাহারকে থানায় নিয়ে যায়।’

এর মধ্যে বিকেলে শিশুটির মরদেহ পুকুরে ভেসে উঠে। আবারও খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের  বলেন, ‘সকালে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা সাবিকুন্নাহার আটক করা হয়। বিকেলে পুকুরে শিশুর মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে আবারও ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’