লকডাউন অমান্য করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরার অভিযোগে ৩৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৭ আগস্ট) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফখাতেখারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপ্রয়োজনে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৭১ জনকে ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৯৫ টি গাড়িকে ১০ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।