ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুশফিক জানেন না কার জন্য বার্সার খেলা দেখবেন!
Published : Monday, 9 August, 2021 at 1:15 PM
মুশফিক জানেন না কার জন্য বার্সার খেলা দেখবেন!লিওনেল মেসির কারণেই বার্সালোনার বিশাল একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনা নিশ্চিত করেছে, ন্যু ক্যাম্পে আর থাকা হচ্ছে না আর্জেন্টাইন তারকার। ওই ঘটনার পর থেকেই মেসি সমর্থকরা সন্ধিগ্ধ অবস্থায় আছেন। আদৌ কি তারা বার্সালোনার সমর্থক থাকবেন? এই তালিকাতে আছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

মুশফিক বিশ্বাসই করতে পারছেন না মেসি বার্সেলোনা ছেড়েছেন। মেসিকে ছাড়া বার্সেলোনার খেলা দেখতে হবে, সেটা মানতেই পারছেন না। রবিবার রাতে মেসিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট শেয়ার করে সে কথাই প্রকাশ করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখে খুব কষ্ট হচ্ছে। তিনি আমার প্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন এবং যে কারণে আমি এফসি বার্সেলোনার বিশাল ভক্ত হয়েছি। জানি না কার জন্য বার্সেলোনার খেলা দেখবো। জাদুকরের জন্য শুভ কামনা।’

২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় মেসির। ধীরে ধীরে নিজেকে পরিণত করে নীল-মেরুন জার্সিতে উঁচু থেকে কেবল উঁচুতেই উঠেছেন তিনি। কাতালানদের হয়ে ৭৭৮ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬৭২টি। অ্যাসিস্ট আছে ৩০৫টি। কাতালানদের হয়ে ১৭ মৌসুমে জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ। উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩টি করে।