ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সৈয়দপুরে দুর্বৃত্তের হাতে রিকশাচালক খুন
Published : Monday, 9 August, 2021 at 1:16 PM
সৈয়দপুরে দুর্বৃত্তের হাতে রিকশাচালক খুন নীলফামারীর সৈয়দপুর শহরে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন এক রিকশাচালক।

সোমবার সকালে শহরের নতুন বাবু পাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়কে এই ঘটনা ঘটে। ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৫টার দিকে ফেরার পথে স্থানীয় মুসুল্লিরা  রাস্তার ওপর তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। লাশের পাশে নিহতের রিকশা ও মোবাইল পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ সুরতহাল করে লাশ মর্গে পাঠায়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত দুলাল মন্ডল (৪৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার মকবুল মন্ডলের ছেলে। তিনি দুলাল কয়েক বছর ধরেই সন্ধ্যা ৬ টার পর সৈয়দপুর শহরে এসে সারারাত রিকশা চালাচ্ছিলেন। তিনি নতুন বাবু পাড়া এলাকায় বেশির ভাগ সময় অবস্থান করতেন।

সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, এটি একটি হত্যাকাণ্ড। আমরা দ্রুত হত্যার রহস্য উদঘাটনে কাজ করছি।