ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শের-ই বাংলা মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু
Published : Monday, 9 August, 2021 at 1:17 PM
শের-ই বাংলা মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যুবরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। সবাই এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৯ আগস্ট) হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, রবিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন। তাদের মধ্যে ২৫ জন করোনায় আক্রান্ত। একই সময়ে ২৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

এদিকে শের-ই মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত রবিবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.২৩ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই মেডিক্যালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ছয় হাজার ৬৭৮ জন। তাদের মধ্যে দুই হাজার ৬১ জন করোনা আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ২২৪ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৬৫৭ জন। মোট এক হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।