চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত তিন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন।
সোমবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন, মনোয়ারা বেগম (৭০), আ. রব (৮০), সাজেদা বেগম (৫৫)। এছাড়া উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, রেজিয়া বেগম (৯০), মনুমা (৭০), নিলুফা (৫৮), ফাতেমা বেগম (৪০), সিদ্দিকুর রহমান (৮০)।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, রোববার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৬ জন। এদিন জেলায় নতুন আরও ২২১ জন শনাক্ত হয়েছে।