ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ম্যাচ খেলে রাতেই দেশে ফিরছে অস্ট্রেলিয়া
Published : Monday, 9 August, 2021 at 4:00 PM
ম্যাচ খেলে রাতেই দেশে ফিরছে অস্ট্রেলিয়াআজই দেশে ফিরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সেটি খেলেই নিজেদের চার্টার্ড বিমানে দ্রুত দেশে ফিরবে ম্যাথু ওয়েডরা। এজন্য অস্ট্রেলিয়ার বহনকারী কান্তাস এয়ারওয়েজের চার্টার্ড বিমানের সোমবার বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঢাকায় পা রাখার পর অস্ট্রেলিয়া যে প্রক্রিয়ায় ইমিগ্রেশন সম্পন্ন করেছে, সেই একই প্রক্রিয়াতে বিমানে উঠবেন অজি ক্রিকেটাররা। ২৭ জুলাই থেকে পুরোটা সময় তারা জৈব সুরক্ষা বলয়েই ছিলেন। দশ দিনের এই সফরে অস্ট্রেলিয়া দ্রুততম সময়ে ৫টি ম্যাচ খেলছে। সোমবার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অস্ট্রেলিয়া সম্পূর্ণ স্পর্শহীন থাকবে এবং দেশে ফিরে যাবে মাঠ থেকে খেলা শেষ করেই।

প্রসঙ্গত, বাংলাদেশ সফরে আসার আগে নানারকম শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি) অজিদের সব শর্ত মেনে নিয়েই সিরিজ আয়োজন করেছে।