প্রেম, বিচ্ছেদ আর ব্যক্তিগত বিষয়ে বিগত কয়েক বছর ধরেই আলোচনায় আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শোনা যায়, তৃতীয় বিয়েও এখন অনিশ্চয়তায় দোদুল্যমান।
কাগজে-কলমে এখনও স্বামী-স্ত্রী রোশন-শ্রাবন্তী। কিন্তু গত প্রায় ১ বছর তারা এক ছাদের তলায় থাকেন না।
অন্যদিকে, নায়িকা নতুন প্রেমে মজেছেন- এমন খবরও কলকাতার মিডিয়াতে এসেছে। কিন্তু সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ‘জি-২৪ ঘণ্টা’কে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বললেন, তিনি এখনও সিঙ্গেল! আবার এও জানালেন, প্রেম ছাড়া অভিনয়ও করতে পারবেন না।
গেল মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন চিত্রনায়িকা শ্রাবন্তী। অবশ্য হেরেছিলেন বিপুল ভোটে। রাজনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘আপাতত আমি কাজ করতে চাইছি, সিনেমা করতে চাইছি। মানুষকে মনোরঞ্জন দিতে চাই, যেমনভাবে দিচ্ছিলাম। হ্যাঁ, আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। আমি মানুষের ম্যান্ডেট মেনে নিয়েছি।’
আর প্রেম সংক্রান্ত প্রশ্নে বললেন, ‘আমি প্রপারলি সিঙ্গেল! কী দেখে মনে হচ্ছে তো? না অবশ্য সিঙ্গেল নয়, আমার পরিবার আছে, আমার ছেলে আছে, তাদের সঙ্গে আমি মিঙ্গেলড। প্রেম তো থাকবেই। প্রেম তো সারাজীবন থাকে। সবার প্রতি প্রেম আছে। আমার পরিবার আছে। এত লক্ষ লক্ষ দর্শক যারা আমায় এই জায়গায় এনেছেন তাদের প্রতি প্রেম আছে। বাড়িতে আমার চারটি পোষ্য আছে, আমি ওদের পাপ্পিই বলি কারণ ওরা আমার কাছে সন্তানই। সুতরাং প্রেম তো থাকবেই, প্রেম না থাকলে তো অভিনয়ই করতে পারবো না।’
২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাদের ঘরে ঝিনুক নামের এক ছেলে রয়েছে। এরপর এই সম্পর্কের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেছিলেন নায়িকা। কিন্তু সে সম্পর্কও বেশি দিন টেকেনি।
২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। সে বিয়েও এখন খাদের কিনারে। বর্তমানে এক ব্যবসায়ীর সঙ্গে তার প্রেম চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।