ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেপ্তার-৪
ইসমাইল নয়ন
Published : Monday, 9 August, 2021 at 6:28 PM
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজা,বিয়ার ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে থানার এসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর আমজাদের বসত ঘর থেকে ২টি বান্ডিলে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় বসত ঘর হতে আসামী মো:আমজাদ হোসেন (৩০) ও মোঃকাইয়ুম(২৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। একইদিন বিকালে থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার ও সঙ্গীয় ফোর্স উপজেলার সদরের ফ্রেন্ডস মেসিডিন কর্ণারের সামনের পাকা রাস্তার উপর থেকে ৫২ বোতল ক্যান বিয়ারসহ মুরাদনগর উপজেলার মৃত তারা মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৪৮) ও বুড়িচং উপজেলার বুলু মিয়ার ছেলে মোঃ ওবায়দুল (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হয়েছে। অন্যদিকে থানার এসআই কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সন্দিগ্ধ আসামী চান্দলা চারিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে মোঃকাউছার(৩০) ও চান্দলা মধ্যপাড়া গ্রামের কাউছার পারভেজের ছেলে কামরুল ইসলাম প্রকাশ আকাশ(২২) তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন ।