কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশের উপর হামলা মামলার আসামীসহ ৫জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার ও সঙ্গীয় ফোর্স পুলিশের উপর মাদক ব্যবসায়ীর হামলা মামলার এজাহারভুক্ত আসামী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃজামাল খানের ছেলে লোকমান হোসেন খান(৩৭),পশ্চিমপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইসহাক খান(২৫),হুড়ারপাড় গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে হাবিবুর রহমান প্রকাশ বাবু(২৫),মধ্যপাড়া গ্রামের জাকির হোসেন মুন্সীর ছেলে মোঃহৃদয় মুন্সী(২২),বড়ধুশিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ লুৎফুর রহমান প্রকাশ জয়(১৯) কে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা মামলার অভিযোগ রয়েছে। সোমবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।