রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রংপুরের ৫ জন, ঠাকুরগাঁওয়ের ৪ জন, দিনাজপুরের ৩ জন, নীলফামারীতে ৩ জন, গাইবান্ধার ২ জন, পঞ্চগড়ে ও কুড়িগ্রামে একজন করে মৃত্যু বরণ করেছেন। রবিবার (৮ আগস্ট) মৃত্যুর সংখ্যা ছিল ১০ জনে। এর আগে, এ বিভাগে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৩ জনে। মৃতদের মধ্যে এ পর্যন্ত দিনাজপুরে ২৯৬ জন, রংপুরে ২৩৭ জন, ঠাকুরগাঁওয়ে ২০১ জন, নীলফামারীতে ৭৫ জন, পঞ্চগড়ে ৬৫ জন,
কুড়িগ্রামে ৫৮ জন, লালমনিরহাটে ৫৭ জন ও গাইবান্ধায় ৫৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬৬ জন। এসময়ে ১ হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১০২ জন, দিনাজপুরে ৬৩ জন, ঠাকুরগাঁওয়ে ৫৫ জন, কুড়িগ্রামে ৪২ জন,পঞ্চগড়ে ৩৮ জন, নীলফামারীতে ৩৬ জন, গাইবান্ধায় ৩৪ জন ও লালমনিরহাটে ২১ জন রয়েছেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত রংপর বিভাগে ২ লাখ ৩১ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ শতাংশ।