কাউন্টার ও অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM
ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার (৯ আগস্ট) সকাল থেকে। স্বল্পসংখ্যক যাত্রীকে চট্টগ্রাম রেল স্টেশনে কাউন্টারে গিয়ে টিকিট কিনতে দেখা গেছে।
জানা গেছে, ১১ আগস্ট থেকে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে। ৩৮ জোড়া আন্তঃনগর ও ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করবে।
রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ আগস্ট সকাল ৮টা থেকে ১১ আগস্টের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপ এবং অর্ধেক টিকিট কাউন্টারে মিলবে। মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন না। যদি কেউ এই আইন লঙ্ঘন করে, তাকে রেল আইনে জরিমানা করা হবে।
যেসব আন্তঃনগর ট্রেন চলবে- সুবর্ণ এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়ীকা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মহানগর গোধূলী, সোনার বাংলা এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা এক্সপ্রেস।
যেসব মেইল ও কমিউটার ট্রেন চলবে- ঢাকা মেইল, কর্ণফুলী এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস।