পাঁচ শতাধিক প্রবাসী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট জর্ডান ও হংকংয়ের পথে
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM
করোনাভাইরাস মহামারীর সংক্রমণের মধ্যে আটকে পড়া পাঁচ শতাধিক প্রবাসীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইট হংকং ও জর্ডানের পথে রওনা হয়েছে।
সোমবার ফ্লাইট দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।
তিনি বলেন, হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং নতুন ভর্তি হওয়া বাংলাদেশি ৬১ জন শিক্ষার্থীদেরকে হংকং পৌঁছে দিতে বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-০৭৮ বেলা সোয়া ২টায় হংকংয়ের উদ্দেশে ছেড়ে যায়।
“ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে অবতরণ করবে।”
ফেরার পথে বিভিন্ন কারণে হংকংয়ে আটকে পড়া যাত্রীদেরকে ওই উড়োজাহাজটি দেশে নিয়ে আসবে। বাংলাদেশ ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ফ্লাইটটি পরিচালিত হচ্ছে।
তাহেরা বলেন, বাংলাদেশে আটকে পড়া ৪১০ জন প্রবাসী শ্রমিককে নিয়ে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে বেলা ২টা ৩৭ মিনিটে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট ঢাকা ছেড়েছে। ফ্লাইটটি জর্ডানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে আম্মানে অবতরণ করবে।
মহামারীর সংক্রমণের মধ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের বিশেষ ফ্লাইটে তাদের দেশে পৌঁছে দিয়েছে। আবার বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদেরকেও নিজ দেশে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে এনেছে।