ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দংশনের প্রতিশোধ নিতে সাপকে কামড়ে মৃত্যু
Published : Wednesday, 11 August, 2021 at 1:19 PM
দংশনের প্রতিশোধ নিতে সাপকে কামড়ে মৃত্যুভারতের বিহারে এক অদ্ভুদ ঘটনা ঘটেছে। সাপের দংশনের পর রামা মাহতো নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি প্রতিশোধ নিতে গিয়ে সাপকে কামড়ানোর চেষ্টা করেন। তবে ওই ব্যক্তি সাপের মাথায় কামড় দেওয়ার চেষ্টাকালে সাপটি তার মুখে ১০ বার কামড়ে দিয়েছে। ১২ ঘণ্টা পর সোমবার সকালে মুঙ্গের জেলার এই বাসিন্দার মৃত্যু হয়েছে।

আত্মীয়ের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় শঙ্খিনী জাতের বিষাক্ত সাপের একটি বাচ্চা মাহতোর পায়ে কামড় দেয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে সাপটিকে ধরে চিবুতে শুরু করেন। এসময় বাচ্চা সাপটি তার মুখে ১০ বারের বেশি কামড় দেয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য মাহতোকে হাসপাতালে নিতে চেয়েছিলেন। কিন্তু তার দাবি এটি ছিল বাচ্চা সাপ ও বিষহীন। তাই হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।

২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ২০১৯-২০ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপের তথ্য অনুসারে, রাজ্যটির ১৫ বছরের বেশি বয়সী পুরুষদের ১৫.৫ শতাংশ মদ পান করেছেন। সূত্র: স্পুটনিক নিউজ