ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে সদরে ১ জন মারা গেছেন। সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ৩২ এবং জেলার ৬টি উপজেলায় করোনা পজিটিভ নিয়ে মোট ভর্তি ৬৮ জন ও সদরে আইসোলেশনে ১৪ জন।
আজ বুধবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১১৫টি নমুনার ফলাফলের মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৯৫ শতাংশ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩১১ জনে। এছাড়াও জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে ২৩৫ জনের মৃত্যু হয়েছে।