প্যারিসে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি। যদিও এ শহরে কিছুই নেই তার। নিজের একটা বাড়িও নেই, যা আছে সবই ফেলে এসেছেন স্পেনের বার্সেলোনায়।
হুট করে শহর বদলানোয় আপাতত কোথায় থাকবেন সেটিও ঠিক করেননি মেসি। অবশ্য প্যারিসে মেসির বাড়ি খুঁজে দেওয়ার দায়িত্ব তার নতুন ক্লাব পিএসজির।
আপাতত প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলেই স্ত্রী-সন্তানদের নিয়ে থাকছেন মেসি। ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমানোর পর এই হোটেলেই উঠেছিলেন নেইমারও।
তবে স্ত্রী-সন্তানসহ মেসির হোটেলে বসবাস পছন্দ নয় একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী সার্জিও রামোসের।
তার মতে, হোটেল তো হোটেলই। মেসির সন্তানদের বাড়ির পরিবেশে রাখা জরুরি।
আর সে জন্য মেসিকে নিজের বাড়িতে থাকার আমন্ত্রণ জানিয়েছেন রামোস।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের সাংবাদিক হুয়ান ইরিগোয়েন এমন খবর দিয়েছেন।
তিনি জানিয়েছেন, আগের শত্রুতা আর নেই মেসি-রামোসের মধ্যে। সেটিই স্বাভাবিক। তাদের কেউই আর এখন লা লিগায় নেই। দুজনে একই দলের এখন। দুজনের প্রতিপক্ষ এক। কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন তারা। রামোসের এই সৌজন্যবোধে সেটিই ফুটে উঠল।
শত্রুতা ভুলে মেসিকে নিজের বাড়িতে থাকতে আমন্ত্রণ জানিয়েছেন রামোস। তিনি বলেছেন, ‘তুমি যদি হোটেলে না থেকে কোনো বাসায় থাকতে চাও, চাইলে আমার বাসায় থাকতে পারো।’
যদিও মেসি তার বাড়ি যাচ্ছেন এমন কোনো খবর এখনও অবধি আসেনি। জবাবে কী বলেছেন মেসি, তাও জানা যায়নি। পিএসজি বাড়ি ঠিক না করা পর্যন্ত রয়্যাল মনচিআও হোটেলেই থাকছেন বলেই জানা গেছে।
তথ্যসূত্র: এএস ডট কম