দারুণ সেঞ্চুরিতে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন রাহুল
Published : Saturday, 14 August, 2021 at 12:00 AM
ইংল্যান্ডের বিপে টেস্ট সিরিজে তার ওপেন করার কথাই ছিল না। কিন্তু শুভমন গিল এবং মায়াঙ্ক আগরওয়ালের চোটের কারণে লোকেশ রাহুলের কপাল খুলে যায়। ভাগ্যের জোরে পাওয়া সুযোগকে তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্রিকেটের তীর্থ লর্ডসে হাঁকিয়েছেন সেঞ্চুরি। এতে তার নাম উঠেছে লর্ডসের অনার্স বোর্ডে। দিনশেষে রাহুল ১২৭* রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় টেস্টে মেঘলা পরিবেশে টসে হেরে ভারত ব্যাটিং করতে নামলে পরিস্থিতি একেবারেই ব্যাটসম্যানদের পে সুবিধাজনক ছিল না। একে মেঘলা পরিবেশে বল অধিক সুইং হওয়ার সুযোগ, তার ওপর বৃষ্টি বিঘœ ঘটানোয় একাধিকবার তার সঙ্গে মানিয়ে সেট হওয়ার চ্যালেঞ্জ, পরিস্থিতি বরং ভারতীয় ওপেনারদের প্রতিকূলেই ছিল। তবে দুর্দান্ত দতা ও ধৈর্য্যের পরিচয় দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে দলকে মজবুত জায়গায় পৌঁছে দেন রাহুল।
ট্রেন্টব্রিজে দুর্দান্ত খেলেও সেঞ্চুরি করা হয়নি, তবে ক্রিকেটের মক্কায় সেই সুযোগ হাতছাড়া করেননি রাহুল। এই সেঞ্চুরির ফলে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস, রিকি পন্টিংয়দের মতো কিংবদন্তি তারকাদেরও অধরা এক রেকর্ডে নাম লেখালেন। ক্রিকেটের তীর্থে সেঞ্চুরি করার রেকর্ড। বাংলাদেশের তামিম ইকবালও এই গর্বের অংশীদার। তামিমদের মতোই রাহুলের নাম লেখা হয়েছে লর্ডসের অনার্স বোর্ডে।