ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্রীলঙ্কা সফরে ওয়ানডেতে নেই দ. আফ্রিকার ৩ গুরুত্বপূর্ণ ক্রিকেটার
Published : Saturday, 14 August, 2021 at 12:00 AM
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজে গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে পাচ্ছে না দণি আফ্রিকা। শ্রীলঙ্কার বিপে ওয়ানডে সিরিজের দলে নেই কুইন্টন ডি কক, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি।
শ্রীলঙ্কায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দণি আফ্রিকা। বৃহস্পতিবার দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলে না থাকা ডি কক, মিলার ও এনগিডি আছেন টি-টোয়েন্টি সিরিজের দল।
টানা খেলার মধ্যে থাকা ডি কক পেয়েছেন বিশ্রাম। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন মিলার। আর ব্যক্তিগত কারণে নেই লুঙ্গি এনগিডি। একই কারণে চলমান ‘দা হান্ড্রেড’ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেসার।
কোভিড-১৯ থেকে সেরে উঠে দুই সংস্করণেই দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।
লম্বা সময় পর দণি আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন জুনিয়র ডালা। ২০১৮ সালে শ্রীলঙ্কা সফরেই সবশেষ এই সংস্করণে খেলেছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি দলে জায়গা পাননি এই পেসার।

গোড়ালির চোটে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সফরে খেলতে পারেননি সিসান্ডা মাগালা। এই পেসারকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টিতে। মাগালার অনুপস্থিতিতে সবশেষ দুই সফরের দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার বিউরান হেনড্রিকস জায়গা ধরে রেখেছেন দুই সংস্করণেই।
টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে আন্দিলে ফেলুকওয়ায়োকে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনাও তাই ীণই বলা যায়।
ওয়ানডে দিয়ে শ্রীলঙ্কার বিপে মাঠের লড়াই শুরু হবে দণি আফ্রিকার। সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ২, ৪ ও ৭ সেপ্টেম্বর। আর টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
দুই দলের জন্যই ওয়ানডে সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। ৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১০ নম্বরে আছে দণি আফ্রিকা। ১২ ম্যাচে কেবল ২২ পয়েন্ট নিয়ে তাদের পরেই শ্রীলঙ্কা।